Home Blog

বোরহানউদ্দিনে মাদরাসার আড়ালে ছাত্রদের দিয়ে গরু চুরি! প্রধান শিক্ষকের ৫ বউসহ আটক-১০

ভোলার বোরহানউদ্দিনে মাদরাসার আড়ালে ছাত্রদের দিয়ে করাতো গরু চুরি।গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে গরু চোর চক্রের প্রধান মাদরাসার মোহতামিমের ৫ স্ত্রী সহ ১০ সদস্যকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন মহিলা।

বুধবার (১৯ জুলাই) দুপুরে ভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন পৌরসভার ৪ নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি পূর্বপাশে মোহাম্মদিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় ওই প্রতিষ্ঠান প্রধান নেছারউদ্দিন পালিয়ে গেলেও তার ৫ বউসহ ১০ জন আটক করেছে থানা পুলিশ। এসময় ৬টি গরু, মোটরসাইকেল, পানির পাম্প উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গংগাপুর ইউনিয়নের সফিজলের ছেলে শাকিল, কুতুবা ইউনিয়েরন ইয়ামিনের ছেলে মহিউদ্দিন, ভোলার আলী নগর এলাকার আব্দুর রহমানের ছেলে রমজান, আলমগীরের ছেলে মাহাবুবুর রহমান। মহিলাদের মধ্যে রহিমা বেগম, বুশরা, ফাতেমা, জাকিয়া, ফাহিমা ও লিয়া।

উদ্ধারকৃত ৩টি গরুর মালিক দাবিদার পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুস সোহবান এর নাতি ইমরান হোসেন জানান, মঙ্গলবার (১৮ জুলাই) আনুমানিক রাত ৩ টা ৩০ মিনিটে আমার নানার ৩টি এবং একই এলাকার আব্দুল বারেক এর ৩টি গরু চুরি হয়। এরপর থেকে আমরা গরু খুঁজতে থাকি। গরুর পায়ের হাটার চিহ্ন ধরে আমরা খোঁজ করি। এক পর্যায়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের আহম্মাদিয়া মাদরাসায় আসি। এ সময় ঘরের একটি রুমের টিনের ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করি। তখন মহিলারা আমাদের দিকে তেড়ে আসে। এরপর আমরা পুলিশের শরণাপন্ন হই।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাজিব জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার দুপুরে (১৯ জুলাই) আমরা ওই স্থানে অভিযান চালিয়ে ৬টি গরু, মোটরসাইকেল, পাম্পমেশিন উদ্ধার করি। এ সময় ৪জন পুরুষ ও ৬ জন মহিলাকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, মামলা প্রক্রিয়াধীন।

এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মো: জহুরুল ইসলাম হাওলাদার বলেন,ওসি বোরহানউদ্দিনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলার ব্যাংকেরহাট চত্ত্বর ট্রাফিক পোষ্ট ও পুলিশ বক্সের শুভ উদ্বোধন!

ভোলা লাইভ নিউজ

গতকাল সোমবার (১৭ জুলাই) ভোলার ব্যাংকেরহাট চত্ত্বর ট্রাফিক পোষ্ট ও পুলিশ বক্স এর শুভ উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ব্যাংকেরহাট চও্বর ট্রাফিক পোষ্ট ও পুলিশ বক্সের উদ্বোধনের মধ্য দিয়ে ভোলা জেলার ব্যাংকেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনা, নিরাপদ সড়ক ব্যবস্থা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন হবে। সড়কে মামলা দায়ের/জরিমানা আদায় করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হল জননিরাপত্তা নিশ্চিত ও সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং ট্রাফিক আইন মান্য করতে সচেতনতা সৃষ্টি করা।

গতকাল সোমবার (১৭ জুলাই) ভোলার ব্যাংকেরহাট চত্ত্বর ট্রাফিক পোষ্ট ও পুলিশ বক্স এর শুভ উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ব্যাংকেরহাট চও্বর ট্রাফিক পোষ্ট ও পুলিশ বক্সের উদ্বোধনের মধ্য দিয়ে ভোলা জেলার ব্যাংকেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনা, নিরাপদ সড়ক ব্যবস্থা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন হবে। সড়কে মামলা দায়ের/জরিমানা আদায় করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হল জননিরাপত্তা নিশ্চিত ও সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং ট্রাফিক আইন মান্য করতে সচেতনতা সৃষ্টি করা। এ সময় উপস্থিত ছিলেনঃ সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার জনাব রিপন চন্দ্র সরকার, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার জনাব প্রণয় রায়, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহিন ফকির, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোস্তফা কামাল, ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম (বাবুল), কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেনঃ সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার জনাব রিপন চন্দ্র সরকার, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার জনাব প্রণয় রায়, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহিন ফকির, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোস্তফা কামাল, ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম (বাবুল), কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইসির পদত্যাগ চেয়ে ভোলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায়ে ভোলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তারা ইসির বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীকে নিয়ে যেই মন্তব্য করেছেন তার নিন্দা জ্ঞাপন করে ইসির পদত্যাগের দাবি জানান।

১৬ জুন (শুক্রবার) ভোলার নতুন বাজারে বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা মিজানুর রহমান আজাদী, মাওলানা তরিকুল ইসলাম তারেক সহ ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলার নতুন বাজার সংলগ্ন স্থানে এসে শেষ হয়।

ভোলা-২ আসনের এম’পি মুকুলকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল

0

This Content Is Only For Subscribers

Please subscribe to unlock this content. Enter your email to get access.
Your email address is 100% safe from spam!

ভোলা-২ আসনের এম’পি মুকুলকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সামবেশ করেছেন, দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, চেয়ারম্যান হাজিপুর ইউনিয়ন।
বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সর্দারকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আজ সোমবার বিকেল ৪ টার দিকে দৌলতখান বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচি শেষে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের কুশ পুত্তলিকা দাহ করে, হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীগন।
এসময় বক্তারা বলেন, গত ২ জুন শুক্রবার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিনের ছেলে রোহান সর্দার ও তার কয়েকজন সঙ্গী স্থানীয় নূরমিয়ার হাট এলাকায় মোটরসাইকেল নিয়ে হকিস্টিক ও কাঠিছোঠা নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে তুলে দেয়। এ ঘটনার পরে আলাউদ্দিন তার ছেলেকে ছাড়াতে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলকে বললে সে সন্ত্রাসীদের পক্ষে সুপারিশ না করায় ক্ষিপ্ত হয় পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন।
ওই ঘটনাকে কেন্দ্র করে আলাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনৈক এক ব্যক্তির সাথে ভিডিও কলে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে একাই হত্যা করবেন বলতে শোনা যায়। যার ভিডিও গতকাল সন্ধ্যায় দিকে ফেসবুকে ভাইরাল হলে বোরহানউদ্দিন উপজেলার ছাত্র লীগের সভাপতি হাসান মুন্না গতকাল রাতে বোরহানউদ্দিন থানায় আলাউদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ।
বিক্ষোভ সমাবেশ শেষে
টিপু চেয়ারম্যান বলেন , আগামী ২৪ ঘন্টার মধ্যে আলাউদ্দিনকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় উপজেলা আওয়ামী লীগ পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করবেন।

ভোলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, আহত-১০

বাবুল রানা (স্টাফ রিপোর্টার): ভোলায় এ আর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের স্টিয়ারিং ভেঙে ডোবায় পড়ে গেছে। এসময় বাসে থাকা ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

৯ জুন (শুক্রবার) বিকেল আনুমানিক ২টার সময় বোরহানউদ্দিন উপজেলাধীন খায়ের হাট রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে পাঠান।

বাসটি চরফ্যাশন থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে।

স্থানীয় এক ব্যক্তি ভোলা লাইভ নিউজকে জানান, বাসটি মাদরাসার কাছে এসে রাস্তার পাশে ডোবায় পরে গেছে। এতে ২/৩ জন লোক গুরুতর আহত হয়েছেন। তাদের কাটাছেঁড়া বেশি হয়েছে। আর দুইজন লোকের পা আটকে গেছে। ফায়ার সার্ভিসের লোক এসে তাদেরকে উদ্ধার করেছে।

এতে কেউ প্রাণ হারাননি বলেও জানান তিনি। তবে এঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভোলার ইলিশা-১ কূপ – বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র

0
ভোলার ইলিশা-১ কূপ – বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র
ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মে) সকালে রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, এ গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুত ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস, দৈনিক উত্তোলন করা যাবে ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস। ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত ইলিশা থেকে গ্যাস উত্তোলন করা যাবে। একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। দেশের মানুষের জন্য এটা সুখবর। তিনি বলেন, এখানে পাওয়া গ্যাসের দাম ৬ হাজার ৫০০ কোটি টাকা। একই পরিমাণ আমদানি করা গ্যাসের দাম পড়বে ২৮ হাজার কোটি টাকা।
ভোলার গ্যাসক্ষেত্রটি বড় আকারের স্বপ্ন দেখাচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করছি আমরা। পাইপলাইন নির্মাণ করে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। দুই বছরের মধ্যে পাইপলাইন সম্পন্ন করতে চায় সরকার। পাইপলাইনে ভোলার গ্যাস সরবরাহ শুরু হতে লাগবে আরও তিন বছর।তিনি বলেন, যত শিল্প এলাকা হবে ভবিষ্যতে সেখানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। ভোলার গ্যাস দিয়ে মানুষকে কীভাবে সুবিধা দেয়া যায়, সেটা আমরা বিবেচনা করে দেখছি।
এর আগে ভোলার ইলিশাকে দেশের নতুন গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি দিতে জ্বালানি বিভাগে প্রস্তাব পাঠায় বাংলাদেশ পেট্রোলিয়ম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।